মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে তাকওয়ার ভিত্তিতে

লোহাগাড়ায় শ্রমিক সমাবেশে শাহজাহান চৌধুরী

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

শহিদ ওসমান বিন হাদি স্মরণে দোয়া মাহফিল ও পরিবহন শ্রমিক সমাবেশ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লোহাগাড়া শাখার উদ্যোগে গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, মালিক শ্রমিক সম্পর্ক হতে হবে তাকওয়ার ভিত্তিতে, সংগ্রামী বক্তব্য দিয়ে শ্রমিকের অধিকার আদায় হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। শ্রম সেক্টরকে চাঁদাবাজি শূন্য করতে হবে, শ্রমিক পরিবারের সন্তানদের উন্নত শিক্ষাচিকিৎসার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা করতে হবে। শহিদ ওসমান বিন হাদি স্মরণে আমরা একত্রিত হয়েছি, আমরা তাঁর জন্য দোয়া করে শেষ করতে চাই না। আমরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাদির মতো বিপ্লবীদের জাগিয়ে তুলতে চাই। আমাদের স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।

এতে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইছহাক, মাওলানা নুরুল হোছাইন, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, মোক্তার হোসাইন সিকদার, মাস্টার আব্দুস সালাম, রফিক দিদার, আব্দুল আলিম আব্দুল্লাহ, মাওলানা মনির আহমেদ, মুহাম্মদ আইয়ুব, আবুল কাশেম, শহিদুল ইসলাম, গোফরান তোরাব। সভাপতিত্ব করেন, আমিনুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের প্রত্যাবর্তনে মানুষের মনে স্বস্তি ফিরেছে
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন, নিহত ১