মালিকের ৮০ হাজার টাকা আত্মসাৎ করে ছিনতাই নাটক

টাকাসহ গ্রেপ্তার দুজন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:১৬ পূর্বাহ্ণ

মালিকের ৮০ হাজার টাকা আত্মসাৎ করে ছিনতাই হয়েছে বলে রিয়াজুদ্দিন বাজারের একটি আড়তের দুই কর্মচারী তাদের মালিককে জানান। কিন্তু কথাবার্তায় অসংলগ্ন লাগলে সন্দেহ করেন মালিক। এ সময় জেরা করলে এক পর্যায়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে আত্মসাৎকৃত টাকা উদ্ধার করে।
গ্রেপ্তার দুজন হলেন মো. আলাউদ্দিন (৫৫) ও মো. শেখ ফরিদ ওরফে পলাশ (৪০)। তারা রিয়াজুদ্দিন বাজারের নিউ যমুনা ট্রেডার্স নামের একটি সবজি আড়তের কর্মচারী। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ওই আড়ত থেকে বাকিতে যেসব মালামাল সরবরাহ করা হতো, তার টাকা সংগ্রহের দায়িত্ব ছিল আলাউদ্দিনের ওপর। গত রোববার কঙবাজারের রামুর এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা নিয়ে আড়তে ফিরে এসে আলাউদ্দিন দাবি করেন, তিনি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা খুইয়েছেন। কিন্তু তার কথা অসংলগ্ন মনে হওয়ায় আড়ত মালিকের জেরার এক পর্যায়ে আলাউদ্দিন ও পলাশ পালিয়ে যান। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিউ মার্কেট মোড়ের বাটা বাজারের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখুলে গেল ট্রেনের বগি
পরবর্তী নিবন্ধএমপির কাছে নালিশ করার পর যা ঘটল