বিশ্বাস করে প্রতিষ্ঠানে চাকরি করতে দিয়েছিলেন মালিক। পিয়নের চাকরি করলেও ক্যাশ, আলমারি, কক্ষ কিংবা গুরুত্বপূর্ণ ডয়ারের চাবি রাখতে দেওয়া হয়েছিল তার কাছে। কিন্তু সেই বিশ্বাস ভেঙ্গে চুরমার করে মালিকের সরলতার সুযোগে অফিসের সাড়ে ৭ লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় পিয়ন।
আবার সেই টাকা দিয়ে বিলাসিতার খোরাক যোগাতে কিনেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স। কিন্তু অবশেষে শেষ রক্ষা হয়নি। চট্টগ্রামের পাঁচলাইশের সেই চুরির ঘটনায় নগদ ৬ লক্ষ টাকা ও একটি আইফোনসহ ঘটনার সাথে জড়িত মতিউর ইসলাম জনি (১৯)কে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
রবিবার (১১ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন দরগাহ মহল্লা পায়রা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছে সেই চুরি যাওয়া সাড়ে ৭ লাখ টাকার মধ্যে ৬ লক্ষ টাকাসহ একটি Iphone 14 pro max উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদপুরস্থ আলিফ এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে পিয়নের কাজ করতেন মতিউর ইসলাম জনি। অফিসের ক্যাশ, আলমারি ও সব কক্ষের চাবি থাকত তার কাছে। গত ৮ মে অফিস টাইম শেষে সবাই চলে গেলে সুযোগ বুঝে অফিসের ক্যাশ থেকে সব টাকা নিয়ে পালিয়ে যায় জনি। সেই টাকা দিয়ে ক্রয় করে একটি বিলাসবহুল আইফোন।
এদিকে পরদিন অফিস বন্ধ থাকায় টের পায়নি কর্তৃপক্ষ। ১০ই মে যথাক্রমে অফিসে আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ম্যানেজার দেখতে পান ক্যাশে থাকা টাকাগুলো নেই। পরে তিনি পিয়ন জনিকে কল দিলে সে কল রিসিভ করেনি।
পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায় জনি সেদিন বিকালে একটি কাগজের প্যাকেট নিয়ে অফিস থেকে বের হয়ে যান। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার একটি মামলা দায়ের করেন। সে মামলার তদন্তে নেমে আইফোনসহ গ্রেপ্তার করা হয় আসামিকে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তাকে কারাগারে পাঠানো হবে।