মালিকদের কাছ থেকে ডেমারেজ ও ব্যাংক ইন্টারেস্ট না নেয়ার আহ্বান

পোশাক শিল্পে লোকসান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

কোটা আন্দোলন ইস্যুসহ সার্বিক পরিস্থিতিতে বন্ধ থাকা তৈরি পোশাক শিল্প মালিকদের কাছ থেকে ডেমারেজ এবং ব্যাংক ইন্টারেস্ট না নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিজিএমইএ প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। গতকাল তিনি সংশ্লিষ্ট দফতরগুলোতে জরুরি পত্র দিয়ে কারখানা মালিকদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন।

সৈয়দ নজরুল ইসলাম গতকাল বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান, ফ্রেইট ফরোওয়ার্ডাস এসোসিয়েশনের প্রেসিডেন্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি দিয়ে বলেছেন, ফ্রি টাইমের পর ডেমারেজ আদায়ের একটি নিয়ম চালু রয়েছে। গত ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক ছিল না। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। চালু করা যায়নি কারখানা।

বন্দরে পণ্য আনা নেয়াসহ যাবতীয় কার্যক্রমই বন্ধ ছিল। এই অবস্থায় উক্ত দিনগুলোতে যেসব আমদানি রপ্তানিকারকের ডেমারেজ এসেছে সেগুলো মওকুফ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। একইসাথে বিভিন্ন ব্যাংক থেকে নেয়া কারখানা মালিকদের ঋণের বিপরীতে উক্ত দিনগুলোতে সুদ মওকুফ করার জন্য তিনি অনুরোধ জানান।

তিনি বলেন, কোটা আন্দোলনসহ সাম্প্রতিক ইস্যুতে তৈরি পোশাকসহ দেশের শিল্প মালিকেরা কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন। বিশাল এই ক্ষতি কাটিয়ে উঠার সক্ষমতা অনেকেরই নেই। এই অবস্থায় ডেমারেজ এবং ব্যাংক ঋণের সুদ পরিশোধ তাদের জন্য মরার উপর খড়ার ঘা হয়ে উঠবে। তিনি বিষয়টি সদয় বিবেচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএই মুহূর্তে ফেসবুক খোলার ঝুঁকি নিতে রাজি নন প্রতিমন্ত্রী পলক
পরবর্তী নিবন্ধচারদিন পর স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম