মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ইউনিএসজেডএর সঙ্গে ইউসিটিসির চুক্তি স্বাক্ষর

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদীনের (ইউনিএসজেডএ) সঙ্গে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং এর (ইউসিটিসি) একটি সমাঝোতা চুক্তি গতকাল সোমবার স্বাক্ষরিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির ট্রেজারার সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিষ্ট্রার সালাউদ্দিন আহমেদ, ফিন্যান্স ও একাউন্টসের পরিচালক মো. আব্দুল কাদের তালুকদার, ইউসিটিসির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান বেলাল নূর আজীজি প্রমুখ। সমাঝোতা স্মারকে ইউনিএসজেডএ পক্ষে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ডা. ফৌজিলাহ বিনতে সালেহ এবং ইউসিটিসি পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ সই করেন। দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি নিয়ে ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অন্বেষণ করার ক্ষেত্রে এই চুক্তি অসমান্য অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটিতে লিডারশিপ বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধসম্মান-শ্রদ্ধা নিয়ে বিদ্যালয় থেকে বিদায় নিলেন তিনি