মালয়েশিয়ায় অধ্যয়নরত হিযবুত তাহরীরের সদস্য চট্টগ্রামে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ এলাকার ওআর নিজাম রোড থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার কথা জানান পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান। গ্রেপ্তার আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪) হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকার আবুল বশরের ছেলে।

ওসি সোলায়মান জানান, ফাইয়াজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ে অধ্যয়নরত। তার আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। ফাইয়াজের বিরুদ্ধে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে ফাঁসির আসামির মৃত্যু
পরবর্তী নিবন্ধইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা দেন