মালদ্বীপে হানিমুন সেরেই অস্ট্রেলিয়ায় ছুটলেন ফারিণ

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ মালদ্বীপে ৪ দিনের হানিমুন শেষে গত বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন। ফারিণের শুটিংয়ের ব্যস্ততা ও স্বামী শেখ রেজওয়ান রাফিদের যুক্তরাজ্যে ফেরার কারণে দ্রুত হানিমুন পর্ব শেষ করতে হয়েছে তাকে। অস্ট্রেলিয়ায় বেড়াতে নয়, দু’টি ওয়েব ফিল্মের শুটিংয়েই জন্যই তার এই অস্ট্রেলিয়া সফর। খবর বাংলানিউজের।

ফারিণ বলেন, সেখানে শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল ওয়েব ফিল্ম দুটির। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুন সংক্ষিপ্ত করে আমিও যাচ্ছি। চলতি মাসের পুরোটাই শুটিং হবে। আগামী মাসে দেশে ফেরার কথা।

পূর্ববর্তী নিবন্ধআবারও বিয়ে করছেন মাহিরা খান!
পরবর্তী নিবন্ধমুক্তি পেল ভিন্ন ধারার দুই সিনেমা