মালদ্বীপে প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’র অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের গণমাধ্যমগুলোও এমনটাই জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমসহ আরও দুজনকে রোববার রাজধানী মালে থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে শামনাজকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ এ বিষয়টি স্বীকারও করেনি আবারও অস্বীকারও করছে না।

পূর্ববর্তী নিবন্ধ‘আজ রবিবার’ নাটকের নির্মাতা জীবন মারা গেছেন
পরবর্তী নিবন্ধভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে