প্রেমের টানে শরীয়তপুরে চলে এসেছেন তাইওয়ানের এক তরুণী। ছয় বছর আগে বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মালদ্বীপে। গতকাল বৃহস্পতিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম লোনশিং গ্রামের প্রয়াত জামাল উদ্দিনের ছেলে রমজান ছৈয়ালের (৩৯) সঙ্গে বিয়ে হয় তাইওয়ানের তরুণী লিইউ হুই’র (৩২)। গত বুধবার ছিল তাদের গায়ে হলুদ। খবর বিডিনিউজের।
লিইউ তার বাবা-মা ও ভাইকে নিয়ে গত সোমবার বাংলাদেশে আসেন। ওই দিনই ঢাকার একটি আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন তিনি। লিইউ হুইয়ের নাম পরিবর্তন করে রাখা হয় নিনা ছৈয়াল। পরদিন বাবা-মা-ভাইসহ শরীয়তপুরে রমজানের বাড়িতে যান নিনা।
রমজান বলেন, মাধ্যমিক পাস করে ছয় বছর আগে তিনি মালদ্বীপ যান। সেখানে তিনি ও নিনা একটি কোম্পানিতে কাজ করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে রমজান বাংলাদেশে চলে আসেন; নিনাও ফিরে যান নিজের দেশ তাইওয়ানে। তবে তাদের মধ্যে ফোন ও অনলাইনে যোগাযোগ ছিল।
নববধূ নিনা ছৈয়াল বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি; রমজানকেও ভালোবাসি। তার সঙ্গে বিয়ে হওয়ায় আমি খুবই খুশি।