মালদ্বীপে প্রস্তুতি সেরেছে ফুটবল দল

| বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

মালদ্বীপে পৌঁছানোর পর বাংলাদেশ দলের সবার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে প্রস্তুতিও শুরু করেছে তারা। ২৩ জনের মধ্যে কেবল সোহেল রানার হালকা জ্বর আছে বলে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় জানিয়েছেন টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। মালের হেনভেইরু ট্রেনিং মাঠে বুধবার অনুশীলন সেরেছে দল। আগামীকাল শুক্রবার শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর। উদ্বোধনী দিনে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। কোচ অস্কার ব্রুসন মালদ্বীপে পৌঁছে যথারীতি পাসিং ফুটবলের অনুশীলন করিয়েছেন। তার সহকারী কোচ মাহবুবু হোসেন রঙি ভিডিও বার্তায় জানিয়েছেন এই কৌশল কাজে লাগার আশাবাদ। ৪ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপ ও ১৩ অক্টোবর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের আসরে শিরোপা নির্ধারণী লড়াই হবে ১৬ অক্টোবর।

পূর্ববর্তী নিবন্ধওমানে প্রস্তুতি ম্যাচ খেলছে না টাইগাররা
পরবর্তী নিবন্ধনেপাল ও আফগানিস্তানকে হারালো বাংলাদেশ