মালদ্বীপের বিপক্ষে আশাবাদী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ-মালদ্বীপ। দুই দলই শ্রীলংকার চার জাতি ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় ড্র দিয়ে শুরু করেছে। এবার মুখোমুখি হয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দল দুটি। আজ শনিবার মুখোমুখি হবে এই দুই দল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। মালদ্বীপকে শক্তিশালী মানছেন মারিও লেমোস। তবে প্রতিপক্ষ চেনা-জানা বলেই আশাবাদী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ। এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে অনেকটা সময় এগিয়ে থেকেও ১-১ ড্র করে বাংলাদেশ। মালদ্বীপের হতাশা আরও বেশি। স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ড্র করে তারা। ম্যাচটি তাই দুই দলের জন্যই টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ। ৩৫ বছর বয়সী বাংলাদেশের পর্তুগিজ কোচ বলেন, ‘সিশেলসের সম্পর্কে আমাদের কাছে তেমন কোনো তথ্য ছিল না। মালদ্বীপের বিপক্ষে কদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছি, তারা কোন কৌশলে সবচেয়ে বেশি খেলে, তা জানা আছে এবং এই জানা আমরা কিভাবে খেলব, সে পরিকল্পনা সাজাতেও সাহায্য করবে।’ ভিডিও বার্তায় তিনি জানান, ‘প্রথম ম্যাচে যে ফল পেতে চেয়েছিলাম, সেটা পাইনি। মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাই। এটা ফুটবল, আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং মালদ্বীপ ম্যাচে পুরো মনোযোগ দিব।’ অধিনায়ক জামাল ভূইয়ার লক্ষ্য প্রতিপক্ষের আক্রমণভাগের তাল শুরুতেই কেটে দেওয়ার। তিনি বলেন, ‘আমরাও জানি ওরা কোন দিকে শক্তিশালী, বিশেষ করে ওদের ফরোয়ার্ড লাইনের তিন খেলোয়াড়। ওদেরকে আটকাতে হবে। এর বাইরে আমি মনে করি না ওদের বাকি খেলোয়াড়রা তিন সেন্টার ফরোয়ার্ডের মানের। তো সামনে যারা খেলবে, তাদের আটকাতেই হবে। ওদের পাসিং আটকে দিতে হবে।’ দুই ম্যাচ ড্র হওয়ায় প্রতিযোগিতার চার দলের সামনেই সুযোগ আছে ফাইনাল খেলার। বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে। এই সুযোগ কাজে লাগাতে সতীর্থদের কাছে শতভাগ চাইলেন অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধআফগান মসজিদে জুমার নামাজে বোমা বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের চূড়ান্ত পর্বে ব্রাজিল