মালদ্বীপকে হারাতে পারলে কোটি টাকার বোনাস পাবেন জামালরা!

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপ বাছাইয়ে ১২ ও ১৭ অক্টোবর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ মালদ্বীপ। এই দুটি ম্যাচ ঠিকমতো উতরাতে না পারলে এক বছরের জন্য ফিফা এএফসির ম্যাচ থেকে বঞ্চিত থাকতে হবে। জামাল ভূঁইয়ারা তা হতে দিতে চান না। গতকাল শনিবার অনুশীলনে যাওয়ার আগে হোটেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে সবাই মালদ্বীপকে হারিয়ে পরের পর্বে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সভাপতিও আগের চেয়ে দ্বিগুণ বোনাস দেওয়ার ঘোষণা দিয়ে এসেছেন। ভারতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠায় জাতীয় ফুটবল দলকে ৫৮ লাখ টাকা বোনাস দিয়েছিলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন। এবার তা বেড়ে দ্বিগুণ। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেছেন, মালদ্বীপের বিপক্ষে জিততে পারলে গতবারের দ্বিগুণ মানে কোটি টাকার মতো বোনাস দেওয়ার ঘোষণা এসেছে। ’ আগামী ১০ সেপ্টেম্বর মালদ্বীপ যাবে বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধপ্রমা অবন্তীর পরিচালনায় ওড়িশী নৃত্য পরিবেশনা
পরবর্তী নিবন্ধরাউজানে কাবাডি খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন