মালটা চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

মামলা দায়ের, নারী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় মাল্টা চুরির অভিযোগে তৌহিদুল ইসলাম সাকিব (১৫) এবং সজীবুল ইসলাম ফারহান (১০) নামের দুই কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গত ২ এপ্রিল বটতলীর নুর পাড়ায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে নির্যাতনের শিকার কিশোরদের পরিবারের পক্ষে মোহাম্মদ শহিদ উল্লাহ বাদী হয়ে প্রতিবেশী নারী নুর সেহের (৫০) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল (রোববার) দুই কিশোর মিলে নুর সেহের এর মালটা গাছ থেকে ফল পেড়ে খায়। এজন্য তাদের ও পরিবারের লোকজনকে বকাঝকা করে। পরবর্তীতে তাদের দেখতে পেয়ে উঠানের সামনের একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বেতের লাঠি দিয়ে আঘাত করে জখম করে।

এ বিষয়ে ভুক্তভোগীর ভাই শহিদ উল্লাহ জানান, আহত কিশোর আমার ভাই এবং ভাগিনা। মাঠ থেকে খেলে আসার সময় গাছ থেকে মালটা পাড়ার অভিযোগে নুর সেহের তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করে। বিষয়টি জানার পর তার কাছে কারণ জানতে চাইলে তিনি আমাদের উপরও চড়াও হন। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শে থানায় মামলা দায়ের করি।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, নির্যাতিত কিশোরদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হলে পুলিশ অভিযুক্তকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপরীক্ষা না দিতে পারায় বিষণ্নতা, হলের কক্ষে ঝুলছিল চবি ছাত্রী