মার জন্য নিও না বৃদ্ধাশ্রমের খোঁজ

মাসুদা তোফা | শনিবার , ২০ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

একদিন তুমিও বুড়ো হবেই দেখো

মাকে আঘাত দিও না কভু মনে রেখো।

হবে শক্তিহীন শিশুর মতো অবুঝ

মার জন্য নিও না বৃদ্ধাশ্রমের খোঁজ।

তাঁরাই জীবন আমাদের তাঁরাই মরণ

দশমাস দশদিনেরে করি স্মরণ।

সব কষ্ট ভুলে যায় জন্মের আনন্দে

দিতে হবে সে আনন্দ ফিরিয়ে সানন্দে।

মা কখনো নিজের জন্য চায় না কিছু

আশীর্বাদের ছায়া হয়েই থাকে পিছু।

পূর্ববর্তী নিবন্ধমিতব্যয়ী হওয়ার অভ্যাস এবং রেশন কার্ড প্রসঙ্গ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রেক্ষাপটে নারীর অবস্থান