বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট কারাতে প্রতিযোগিতায় অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ সাফল্য পেয়েছে। প্রতিযোগিতায় তাদের শিক্ষার্থীরা মোট ৩০টি পদক অর্জন করেছে। এর মধ্যে ৫টি স্বর্ণপদক, ১১টি রৌপ্যপদক এবং ১৪টি তাম্রপদক। অধ্যক্ষ সিহান অজয় দে’র নেতৃত্বে প্রতিষ্ঠানের কারাতে খেলোয়াড়েরা অভাবনীয় সাফল্য অর্জন করে। দলে ছিলেন কোচ পুরুষ–অধ্যক্ষ অজয় দে, কোচ মহিলা–দিয়া দে আঁখি, টিম ম্যানেজার–মোজাফর তালুকদার ও সাইফুল ইসলাম।