আমিও পথে ফেলে এসেছি একটি বালকবেলা
মার্বেলরাঙা দিনগুলোয় আজ দারুণ অবহেলা
গ্রামের মতোই ছিল শহর কিলবিল স্বপ্নে বোনা
সেই শহরে হারিয়ে গেছে বিমূর্ত আলপনা।
একে একে চলতে পথে সাথী সাতচাড়ার
তেরোর নামতা আজও শেখা
হয়নিকো আমার
বাঁধন ছিঁড়ে কে ভোলালো দুরন্ত কৈশোর
ওপেনটি বাইস্কোপ দু’কানেতে
তোলে শুধু শোর।
ভাপাপিঠার মধুর ধোঁয়া
লেগে নাকের ডগায়
পথের উড়ু পাখিরা সব সমুখে আগায়
আমার পোষা কুকুর ছানা কয়েদ বালি ঘরে
সন্ধ্যা নামলেই খাটের তলায়
লুকোই বাবার ডরে
হেলায় খেলায় হয় না পড়া
কান ধরে উঠবস
গাছে গাছে পাকা আমের রসে টসটস
রোদ দুপুরে মন আনচান কটকটি কটকটি
জুতোজোড়া বিকিয়ে দিয়ে নিলাম সবকটি।
যে পথ কখনো পাই না ফিরে ভাবি একাকী
বোতলভর্তি জোনাক পোকা
কোনখানে রাখি
বালকবেলার পাখনাজাড়া
স্মৃতির সুবাস বিলায়
সোনামাখা সোহাগের দিন
ফুরিয়ে গেল হেলায়।










