কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকার জিতে যখন বাঁধনহারা উচ্ছ্বাসে ছুটছেন আর্জেন্টিনার ফুটবলাররা তখন লিওনেল মেসি ছুটে গেলেন এমিলিয়ানো মার্তিনেসের দিকে। মার্তিনেসের চোখে তখন জল। সে অবশ্যই খুশির। মেসি তাকে জড়িয়ে রাখলেন পরম আবেগে। টাইব্রেকারে মার্তিনেসের বীরোচিত পারফরম্যান্সেই তো জিইয়ে রইল মেসির স্বপ্ন। সে সাথে আর্জেন্টিনার স্বপ্নও। টাইব্রেকারে কলম্বিয়ার তিন-তিনটি শট ফিরিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলে নেন মার্তিনেস। টাইব্রেকার মানেই প্রচন্ড চাপ, উত্তেজনা, স্নায়ুর লড়াই। যেখানে হতে পারে যে কোনো কিছুই। কলম্বিয়ার গোলবারে অভিজ্ঞ ডেভিড অসপিনা। পেনাল্টিতে যার বীরত্বের নজির কম নেই। কিন্তু এ দিনের নায়ক মার্তিনেস। ম্যাচ শেষে তাই মেসির কণ্ঠে উচ্ছ্বসিত প্রশংসা তাদের গোলকিপারের। মেসি বলেন ম্যাচটি খুব কঠিন সময় ছিল। তবে আমাদের ‘এমি’ আছে এবং সে বিস্ময়কর। তার ওপর আমাদের ভরসা ছিল। পেনাল্টি শুট আউট পুরোটাই ভাগ্যের ব্যাপার। তবে আমাদের বিশ্বাস ছিল, এমি অন্তত দুটি শট ফেরাবে। এই সাফল্য তার প্রাপ্য। সে অসাধারণ। চিলির বিপক্ষে ড্র দিয়ে শুরুর পর একটু একটু করে এগিয়ে আর্জেন্টিনা এখন টুর্নামেন্টের ফাইনালে। ২৮ বছরের ট্রফি খরা ঘোচাতে প্রয়োজন আর কেবল একটি জয়। শেষ ধাপে পা রাখতে পেরে দারুণ খুশি মেসি। আমাদের লক্ষ্য ছিল এখানে এসে সবকটি ম্যাচ খেলা। সেটি আমরা পূরণ করতে পেরেছি। এখন আমরা ফাইনালে।