মার্জিন ঋণ বিনিয়োগের ঝুঁকি বাড়ায়

বিএসইসি ও সিএসই’র কর্মসূচিতে বক্তারা

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

মার্জিন ঋণ পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকি বাড়ায়। অনেক বিনিয়োগকারী না বুঝে লোভে পড়ে মার্জিন ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত হন। তাই মার্জিন ঋণ নেওয়ার আগে ভাল করে ভেবেচিন্তে নিতে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বালাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ এ কথা বলেছেন। গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ড. শামসুদ্দিন বলেন, পুঁজিবাজারে ঝুঁকি যেমন আছে, তেমনই রিটার্নের (মুনাফা) সুযোগও অনেক বেশি। জেনেবুঝে বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কমে আসে। মুনাফার সুযোগ বাড়ে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) যৌথ উদ্যোগে আলোচিত কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম ও পরিচালক শেখ মাহবুব উর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ বলেন, সঠিক বিনিয়োগ শিক্ষার ফলে আর্থিক জালিয়াতি থেকে রক্ষা পাওয়া এবং সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলার দ্বৈত সুবিধা পাওয়া যায়। প্রথম দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে আমাদের উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উন্নিত হওয়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন পূরণের জন্য আমাদের প্রয়োজন অত্যন্ত দক্ষ ও বলিষ্ঠ শক্তিশালী পুঁজিবাজার। উভয়দিনে প্রশিক্ষণ প্রদান করেন মাহবুবুল আলম, শেখ মাহবুব উর রহমান। প্রশিক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই’র এজিএম অ্যান্ড হেড অফ ট্রেনিং একাডেমি কর্মকর্তা আরিফ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি
পরবর্তী নিবন্ধবান্দরবানে আধুনিক প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন