মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আইনজীবীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে

আলোচনা সভায় গোলাম আকবর খোন্দকার

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন, গত বছরের ৩১ জুলাই পূর্বঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রশিক্ষকদের পাশাপাশি দলীয় ব্যানার ছাড়া ব্যাপকভাবে অংশ নেন বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকারের হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে এবং আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। তবে শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্রদের গ্রেপ্তার, উচ্চ আদালতে ছাত্রদের উপর গুলি না করার বিষয়ে রিট খারিজসহ ন্যায় বিচারের দাবিতে বিগত বছর এই দিনে কোটা বিরোধী ছাত্ররা আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে।

গতকাল বৃহস্পতিবার মার্চ ফর জাস্টিসের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, সালাহউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আজম খান, কর্নেল (অবঃ) আজিমুল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, শহিদুল ইসলাম চৌধুরী, আবু আহমেদ হাসনাত, সেলিম চেয়ারম্যান, হাসান মোহাম্মদ জসিম, সরোয়ার উদ্দিন সেলিম, এডভোকেট রেজাউল করিম রনি, জাহিদুল আফসার জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাবলম্বী হয়ে নতুন দেশ বিনির্মাণে সকলকে সামিল হতে হবে
পরবর্তী নিবন্ধভোগবাদিতা ও বৈষয়িকতার জন্য দেশ ও সমাজ এগোতে পারছে না