মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এক্সেস রোড শাখার উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান জসীম উদ্দীন ও আগ্রাবাদ শাখার শাখা প্রধান মেজবাহউদ্দীন আহমেদসহ আঞ্চলিক শাখার কর্মকর্তারা। এসময় প্রধান অতিথি ব্যাংকের সিএসআর কার্যক্রমের ধারাবাহিকতা হিসাবে শীতবস্ত্র বিতরণের গুরুত্ব তুলে ধরেন। মার্কেন্টাইল ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ব্যাংকের উদ্বোধনের পর থেকে সারাদেশে শাখা গুলোর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক্সেস রোড শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।