নগরীর প্রবর্তক মোড় এলাকায় কেবিএইচ প্লাজা নামের একটি মার্কেটে এসি বিস্ফোরণের ঘটনায় ৩ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে কাজী তৌহিদুল আলম (৩৯) নামের এক পথচারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন তার স্বজনরা। গতকাল বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অপর দুই ব্যক্তি হলেন গফুর (২৮) ও নুর আলম (৩০)। এরা দুজনই এসি মেরামত করছিলেন। কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে দেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আজিম জানান, প্রবর্তক এলাকার কেবিএইচ প্লাজায় এসি মেরামতের কাজ করছিলেন ঢাকা থেকে আসা দুই শ্রমিক। এ সময় মিমি সুপার মার্কেটের পাশে মোটরসাইকেল রেখে দাঁড়িয়েছিলেন তৌহিদুল আলম। হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরিত হলে দুই শ্রমিক ছিটকে পড়েন। এসি থেকে লোহার টুকরা ছিটকে পথচারী তৌহিদুলের পায়ে পড়লে গুরুতর আহত হন তিনি।
তৌহিদের স্বজন শাহেদুল আলম বলেন, ‘তৌহিদ আমার খালাতো ভাই। সে ম্যাঙ কনস্ট্রাকশনের আইটি ডিপার্টমেন্টে কাজ করত। আজ (গতকাল) ওর শ্যালিকার বিয়ে ছিল। এ উপলক্ষে মিমি সুপার মার্কেট থেকে শপিং শেষে দাঁড়িয়েছিল। এসি বিস্ফোরণ হলে ওর পায়ে লোহার ভারী পাত এসে পড়ে। ওর একটা পা বিচ্ছিন্ন হয়ে গেছে।’
পাঁচলাইশ থানার উপ–পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, কাজী তৌহিদুল আলম মিমি সুপার মার্কেট থেকে কেনাকাটা শেষ করে পাশের মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনরা তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেন। এছাড়া আহত গফুর ও নুর আলমকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে কী বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।