মার্কিন সেনাদের ভুঁড়ি কমানোর সঙ্গে দাড়ি কামানোর নির্দেশ যুদ্ধমন্ত্রীর

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

মার্কিন সেনাবাহিনীতে রাজনৈতিকভাবে সঠিক থাকার চর্চা ও বৈষম্য সচেতনতার সংস্কৃতির অবসান ঘটছে জানিয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সামরিক বাহিনীর সবাইকে ভুঁড়ি কমানোর সঙ্গে সঙ্গে দাড়ি কামানোরও নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার শত শত মার্কিন সামরিক বাহিনীর কর্তাদের দেওয়া নির্দেশনায় তিনি বলেছেন, বৈচিত্র্য ও সবাইকে অন্তর্ভুক্ত করার নীতি আর থাকবে না। সবার জন্যই জেন্ডার নিরপেক্ষ বা পুরুষের মতো শারীরিক সক্ষমতার মান নির্ধারিত থাকবে। খবর বিডিনিউজের।

ভুঁড়িওয়ালা বাহিনী নিয়ে টিটকারি মেরে তিনি বলেন, সেনাবাহিনীতে উচ্চতা ও ওজন সংক্রান্ত শর্তগুলো আবার ফিরিয়ে আনা হবে, চাকরিতে থাকতে হলে বছরে অন্তত দুইবার ফিটনেস পরীক্ষায় উৎরাতে হবে। ভার্জিনিয়ার কুয়ান্টিকোতে শত শত সেনা কর্মকর্তার উপস্থিতিতে একই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পও ছিলেন বলে জানিয়েছে স্কাই নিউজ। এই আয়োজনে কোনো জেনারেল বা অ্যাডমিরালকে পছন্দ না হলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট আগেই সাংবাদিকদের বলে রেখেছিলেন।

ট্রাম্প তার বক্তৃতায় বলেছেন, ফিটনেস, সক্ষমতা, চারিত্রিক দৃঢ়তা ও শক্তিতে মনোযোগ ফেরানোই নতুন দৃষ্টিভঙ্গির লক্ষ্য, কেননা কারো অনুভূতির সুরক্ষা দেওয়া মার্কিন সেনাবাহিনীর উদ্দেশ্য নয়।

পূর্ববর্তী নিবন্ধফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ২৭ মৃত্যু
পরবর্তী নিবন্ধগাজার কাছে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় ফ্লোটিলা, ঘিরে ধরল ইসরায়েলি ‘যুদ্ধজাহাজ’