মার্কিন শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

থাই রাজপরিবারের অবমাননা

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের একটি আদালত রাজপরিবারকে অবমাননার অভিযোগে কঠোর রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় পল চেম্বার্স নামের একজন মার্কিন শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। খবর বিডিনিউজের।

মধ্য থাইল্যান্ডের নারেসুয়ান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চেম্বার্সের বিরচদ্ধে থাই সেনাবাহিনী এই অভিযোগ দায়ের করেছে। তার আইনজীবীর বরাতে জানা গেছে, তার বিরচদ্ধে রাষ্ট্রদ্রোহ ও কম্পিউটার অপরাধ আইনের আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিবিসি লিখেছে, পল চেম্বার্স এবং তার আইনজীবী মঙ্গলবার পুলিশের কাছে হাজিরা দেবেন। সেখানে অভিযোগগুলো মামলা হিসেবে নথিবদ্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।

চেম্বার্সের প্রতিনিধিত্বকারী থাই লইয়ারস ফর হিউম্যান রাইটস সেন্টারএর আইনজীবী আকারাচাই চাইমেনিকরাকেত বিবিসিকে জানিয়েছেন, অভিযোগের সুনির্দিষ্ট কারণ তিনি জানেন না। রাষ্ট্রদ্রোহ আইনে দোষী সাব্যস্ত হলে প্রতি অভিযোগে চেম্বার্সের তিন থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আইনটি সাধারণত বিদেশিদের বিরুদ্ধে খুব একটা প্রয়োগ করা হয় না, তবে অতীতে এমন নজির রয়েছে বলে জানান আকারাচাই।

চেম্বার্সের বিরুদ্ধে সেনাবাহিনী যে অভিযোগ তুলেছে, তার মধ্যে রয়েছে রাজপরিবারের বিরুদ্ধে মানহানি, অবমাননা বা বিদ্বেষপূর্ণ আচরণ, জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা জনমনে আতঙ্ক সৃষ্টির কারণ হতে পারে এমন মিথ্যা কম্পিউটার তথ্য আমদানি ও ছড়ানো।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে পুলিশের পাঠানো এক চিঠিতে এসব অভিযোগের উল্লেখ আছে বলে তার আইনজীবী জানিয়েছেন। থাই লইয়ারস ফর হিউম্যান রাইটস সেন্টার আরও জানায়, আদালত সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পূর্ববর্তী নিবন্ধনরেন আবৃত্তি একাডেমির ‘মার্চ ৭১’
পরবর্তী নিবন্ধমানবিক সহায়তার সিংহভাগ যুক্তরাষ্ট্র দেবে, এমনটা আর হবে না : রুবিও