মার্কিন-রাশিয়া সম্পর্ক নিয়ে বল ওয়াশিংটনের কোর্টে : পুতিন

| শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা নিয়ে মন্তব্যকে ‘আন্তরিক’ হিসেবে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে ওয়াশিংটন কী মনোভাব গ্রহণ করে তার ওপর। খবর বাসসের।

তবে ক্রেমলিন নেতা রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করা যাবে মনে করা ‘অলীক ধারণা’ উল্লেখ করে চড়া সুরে পশ্চিমকে সতর্ক করেন যে ‘কোনো শান্তি চুক্তির জন্য ইউক্রেনের অংশের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে হবে’। পুতিন কাজান শহরে ব্রিকস সম্মেলন শেষে এ কথা বলেন। সম্মেলনে তিনি রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ মিত্রদের কাছ থেকে ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বানের সম্মুখীন হন। খবর এএফপি’র।

পুতিন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের পরে রাশিয়াআমেরিকা সম্পর্ক কীভাবে গড়ে উঠবে তা নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর যদি তারা উন্মুক্ত থাকেন, তাহলে আমরাও উন্মুক্ত থাকব। এবং যদি তারা এটা না চায়, তাহলে ঠিক ভালো।’

পূর্ববর্তী নিবন্ধহিজবুল্লাহর হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত
পরবর্তী নিবন্ধফিলিপিন্সে ক্রান্তীয় ঝড় ট্রামিতে মৃত্যু বেড়ে ৪৬