সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রের দায়ে গত মাসে গ্রেপ্তার হওয়া ইরান–সংশ্লিষ্ট এক পাকিস্তানি নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই পাকিস্তানির নাম আসিফ মার্চেন্ট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, ইরানের পক্ষ থেকে সরাসরি ভাড়া করা খুনি দিয়ে বিপজ্জনক একটি হত্যা পরিকল্পনা করা হয়েছিল। আসিফ মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত জুন মাসে নিউ ইয়র্কে গিয়ে একজন খুনি ভাড়া করার চেষ্টা করেছিলেন। খবর বিডিনিউজের।
ইরানে ২০২০ সালে ঊর্ধ্বতন সামরিক কমান্ডার কাসেম সোলেমানি হত্যাকাণ্ডের বদলায় যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ কিংবা সরকারি কোনও কর্মকর্তাকে হত্যা করাই ছিল এ অভিযানের উদ্দেশ্য। হত্যার নিশানায় থাকা মার্কিন রাজনীতিবিদদের মধ্যে ছিলেন আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পও।