ইয়েমেনের হুতি কর্তৃপক্ষ দেশটিতে থাকা জাতিসংঘের ও সানাভিত্তিক মানবিক সংস্থাগুলোর মার্কিন ও ব্রিটিশ কর্মীদের এক মাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একটি নথি ও এক হুতি কর্মকর্তার বরাতে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে কয়েক ডজন হামলা চালানোর পর দেশ দু’টির নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্ত জানালো হুতিরা। খবর বিডিনিউজের।
ইরান সমর্থিত গোষ্ঠীটি লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি ছিটমহল গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। হুতিদের এসব হামলা থেকে বিরত রাখতে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী।