সামরিক গোপন নথি ফাঁসের যে ঘটনা যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তদন্ত ডেকে এনেছে, সেই নথি ফাঁসকারী ব্যক্তি একজন বন্দুকপ্রেমী, তার বয়স ২০ এর ঘরে এবং তিনি একটি সামরিক ঘাঁটিতে কাজ করতেন। একটি অনলাইন চ্যাট গ্রুপের কয়েক সদস্যের বরাত দিয়ে গত বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নথি ফাঁসকারী ব্যক্তিও ওই চ্যাট গ্রুপের সদস্য ছিল, বলছে তারা। ওই ব্যক্তি তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের প্ল্যাটফর্ম ডিসকর্ডের একটি গ্রুপে ওই গোপনীয় নথিগুলো শেয়ার করেন।
গ্রুপটিতে থাকা দুই ডজন পুরুষ ও কিশোর নিজেদের মধ্যে ‘বন্দুক, সামরিক সরঞ্জাম ও ঈশ্বরের প্রতি পারস্পরিক ভালোবাসার কথা’ শেয়ার করতেন। ডিসকর্ডের ওই চ্যাট গ্রুপের দুই সদস্যের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ওই প্রতিবেদন করেছে ওয়াশিংটন ডিসিভিত্তিক ওই খবরের কাগজ। নথি ফাঁসকারীর নাম প্রকাশ করেনি তারা। তাদের প্রতিবেদনের তথ্য যাচাই করা যায়নি। খবর বিডিনিউজের।
বুধবার এক বিবৃতিতে ডিসকর্ড জানিয়েছে, তারা নথি ফাঁস তদন্তে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন নিয়ে রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের সাড়া পাওয়া যায়নি।
নথি ফাঁস নিয়ে কয়েকদিন আগে থেকে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন আইন মন্ত্রণালয়; ফাঁস হওয়া নথি জাতীয় নিরাপত্তার কেমন ক্ষতি করেছে, তাও খতিয়ে দেখছে তারা। যুক্তরাষ্ট্রের এসব গোপন সংবেদনশীল নথিগুলো ডিসকর্ডের পাশাপাশি অনলাইন মেসেজিং বোর্ড ৪চ্যান, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও টুইটারেও প্রকাশিত হয়েছে।