ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার সরকারের অনুমতি পেয়ে রিও দে জেনেইরোতে নোঙর করেছে ইরানের দুটি যুদ্ধজাহাজ। জাহাজদুটিকে নোঙরের অনুমতি না দিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ ছিল, তা উপেক্ষা করেই লুলার প্রশাসন আইআরআএস মাকরান ও আইআরআইএস দেনাকে বন্দরে ভেড়ার অনুমতি দেয়। রোববার সকালেই দুটি যুদ্ধজাহাজ বন্দরে পৌঁছায় বলে রিও–র বন্দর কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি মাসের প্রথমদিকে সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, জো বাইডেনের সঙ্গে সাক্ষাতে লুলার ওয়াশিংটন যাওয়া উপলক্ষে যুক্তরাষ্ট্রকে খুশি করতেই জানুয়ারির শেষদিকে ইরানের দুটি নৌযানের বন্দরে ভেড়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল ব্রাজিল। খবর বিডিনিউজের।
লুলার সফর শেষ হয়ে যাওয়ার যুদ্ধজাহাজ দুটিকে ব্রাজিলে নোঙরের অনুমতি দেওয়া হয়। ব্রাজিলের নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কার্লোস এদুয়ার্দো হোরতা আইআরআএস মাকরান ও আইআরআইএস দেনাকে ফেব্রুয়ারির ২৬ থেকে মার্চের ৪ তারিখের মধ্যে রিওর বন্দরে ভেড়ার অনুমতি দিয়েছেন বলে ২৩ ফেব্রুয়ারির এক সরকারি আদেশে দেখা যায়।
এ প্রসঙ্গে রয়টার্স ব্রাজিলে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি। কোনো দেশের দূতাবাসের অনুরোধ বিবেচনায় নেওয়ার পর ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই কেবল ব্রাজিলের নৌবাহিনী বিদেশি কোনো নৌযানকে বন্দরে ভেড়ার অনুমতি দিতে পারে, বলছে রয়টার্স।