দক্ষিণ এশিয়ায় ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। গতকাল শনিবার বিকাল পাঁচটার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। খবর বিডিনিউজের।
আজ রোববার ঢাকায় অষ্টম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পার্টনারশিপ ডায়ালগে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নুল্যান্ড। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে এ পার্টনারশিপ ডায়ালগ। এর আগে একই স্থানে একান্ত বৈঠক করবেন মাসুদ ও নুল্যান্ড। ডায়ালগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন তারা। এরপর দুপুর ২টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে নুল্যান্ডের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডনাল্ড লু, প্রতিরক্ষা সম্পর্কিত ডেপুটি আন্ডার সেক্রেটারি অ্যামান্ডা ডরিও থাকছেন মার্কিন প্রতিনিধি দলে।
গত ডিসেম্বরে র্যাব ও এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান নিয়ে সরকারি তৎপরতার মধ্যে এ সংলাপকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হচ্ছে। এ সংলাপকে দুদেশের সম্পর্কের ’কালোমেঘ’ সরানোর সুযোগ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরামর্শক ও বাণিজ্যিক কূটনীতি বিষয়ক প্রতিষ্ঠান অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপ; এক সময় যেই প্রতিষ্ঠানের পরামর্শক ছিলেন সফররত কূটনীতিক নুল্যান্ড।
এর আগে ২০১৯ সালের জুনে ওয়াশিংটন ডিসিতে দুদেশের মধ্যে সপ্তম পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের পর ভারত ও শ্রীলঙ্কায় যাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। সরকারের দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গেও তারা বৈঠক করবেন। বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বাণিজ্য-বিনিয়োগের পাশাপাশি মানবাধিকার, গণতন্ত্র, নিরাপত্তার মত বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র জোর দেবে।
অন্যদিকে, র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় তোলার কথা এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।