মৃত্যুর কাছে হেরে গেলেন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গাড়ি চাপায় গুরুতর আহত মমতাজ বেগম। গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৪ বছর বয়সী মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় রেখে শেষ পর্যন্ত মারা গেলেন তিনি। এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট কালু শাহ ব্রিজ এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত হন মমতাজ বেগম, তার স্বামী সাইফুল হক (৩০) ও মেয়ে হুমায়রা সায়মা।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মো. সাইফুল হক, তার স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে হুমায়রা সায়মাকে নিয়ে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট কালু শাহ ব্রিজ এলাকার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের তিনজনকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে গুরুতর আহন হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। কিন্তু মমতাজ বেগমের শরীরের অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। একদিন পর বৃহস্পতিবার দুপুরে মমতাজ বেগম মারা যান। নিহত মমতাজ পঞ্চগড় জেলার বলরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মহাজনপাড়া আটোয়ারী থানা এলাকার মো. আব্দুল আজিজের মেয়ে। তবে তারা চাকুরির সুবাদে ঘটনাস্থল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মমতাজ বেগম বৃহস্পতিবার দুপুরের দিকে মারা যান। তবে ওই হাসপাতালে নিহতের স্বামী ও তার ৪ বছরের মেয়ে এখনো মৃত্যুর সাথে লড়াই করছেন। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।