বান্দরবানে মারমা-বাংলা ভাষার প্রথম অভিধানের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ৮ এপ্রিল বান্দরবান শহরের মারমা বাজার এলাকার একটি হোটেলের মিলনায়তনে শিক্ষাবিদ ক্য শৈ প্রু মারমা অভিধানটির মোড়ক উন্মোচন করেন। মারমা-বাংলা অভিধানটি সংকলন করেছেন শিক্ষক জুয়েল বড়ুয়া। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারমা ভাষার প্রথম চলচ্চিত্র প্রযোজক মং উষাথোয়াই মারমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইং চ প্রু মাস্টার, মারমা ভাষার লেখক চাইন শৈ হ্লা মারমা, উ সেইন চ প্রমুখ। এ ছাড়া শিক্ষক, ভাষা গবেষক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচক ক্য শৈ প্রু মারমা বলেন, তিন পার্বত্য জেলায়, ভারত ও মিয়ানমারে মারমাদের জনসংখ্যা প্রায় তিন লাখ। এদের মধ্যে পার্বত্য চট্টগ্রামে প্রায় পৌনে দুই লাখ মারমা আছে। কিন্তু মারমা জনগোষ্ঠী থেকে এখনো কেউ অভিধান সংকলন করতে পারেননি। প্রেস বিজ্ঞপ্তি।