মারমা ও ত্রিপুরা ভাষা রক্ষায় খাগড়াছড়িতে অনন্য উদ্যোগ

সমির মল্লিক, খাগড়াছড়ি | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে প্রথমবারের মতো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা শিখন কেন্দ্র। মারমা ও ত্রিপুরা ভাষার চর্চা বৃদ্ধি এবং ভাষা সংরক্ষণের লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে গুইমারা উপজেলা প্রশাসন। এতে নিজস্ব বর্ণমালায় লিখতে ও পড়তে পারছে পাহাড়ি শিক্ষার্থীরা।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রামে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়টি। স্বাভাবিক পাঠ কার্যক্রমের পাশাপাশি এখানে যুক্ত হয়েছে নিজস্ব মাতৃভাষায় বর্ণমালায় লিখতে ও পড়তে শেখার ক্লাস। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এমন উদ্যোগ এই প্রথম। এর মাধ্যমে নিজস্ব বর্ণমালায় স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সাত দিনে নাম ও সংখ্যা সম্পর্কে জানতে পারছে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। নতুনভাবে নিজস্ব মাতৃভাষায় জানতে ও শিখতে পেরে খুশি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সম্প্রীতি ত্রিপুরা, প্রিয়শি ত্রিপুরা বলে, আগে আমরা নিজস্ব মাতৃভাষার কিছুই জানতাম না। নিজস্ব মাতৃভাষা না জানলে মাতৃভাষা এক সময় বিলুপ্ত হয়ে যাবে। ত্রিপুরা ভাষায় বর্ণ, শব্দ, বাক্য, সংখ্যা আগে জানতাম না। এখানে এসে শিখতে পেরেছি। সপ্তাহের নাম জানতাম না। এখন তা জানতে পারছি। বিদ্যালয় পড়ুয়া মারমা শিক্ষার্থীরা জানান, আমরা মারমা ভাষায় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, চিহ্ন শিখতে পেরেছি। আগে এসব জানতাম না। নিজের ভাষা নিয়ে জানতে পেরে খুব ভালো লেগেছে। ভাষাকে বাঁচিয়ে রাখতে এমন উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে ৩০ মারমা ও ৩০ ত্রিপুরা শিক্ষার্থী নিয়ে ৬ মাসের কোর্সের পাঠদান চলছে। মাতৃভাষায় প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে চলছে এ পাঠদান। এমন উদ্যোগ আরো সম্প্রসারিত করার দাবি শিক্ষকদের।

ভাষা প্রশিক্ষক সাইপ্রু মারমা বলেন, মাধ্যমিক পর্যায়ে নিজস্ব মাতৃভাষায় পাঠদানের উদ্যোগ খুবই দরকারি। এখানে যারা শিখতে আসছে তাদেরও আগ্রহ বেশি। ইতোমধ্যে তারা অনেক কিছুই আয়ত্ত করেছে। মারমা ও ককবরক ভাষায় শেখানো হচ্ছে। বিভিন্ন উপজেলায় এটি ছড়িয়ে দিতে হবে।

বিকাশ ত্রিপুরা জানান, নিজস্ব ভাষায় বর্ণ, শব্দ, বাক্য, সংখ্যা শেখানো হচ্ছে। শিক্ষার্থীদের রেসপন্স খুবই ভালো। তারা খুব দ্রুত ভাষাজ্ঞান রপ্ত করছে। তবে এমন উদ্যোগ পুরো জেলাব্যাপী ছড়িয়ে দিতে হবে। ৬ মাস ব্যাপী আমাদের এই কোর্স চলবে।

মাতৃভাষায় শিখন প্রশিক্ষণ টেকসই করতে নানামুখী উদ্যোগের পাশাপাশি আরো দুইটি কেন্দ্র চালু করবে বলে জানিয়েছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী। তিনি বলেন, বিলুপ্তপ্রায় ভাষা রক্ষায় আমরা হাফছড়ি ও গুইমারাতে আরো দুটি কেন্দ্র চালু করব। এছাড়া জেলা পরিষদের কাছে অনুরোধ করব চাকরি বিধিমালায় মাতৃভাষার উপর দক্ষতাকে আলাদা যোগ্যতা হিসেবে যেন বিবেচনায় নেয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ আরো বাড়বে।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রাকপ্রাথমিকে মাতৃভাষায় বই বিতরণ শুরু করে সরকার। তবে প্রশিক্ষিত শিক্ষকের সংকট, শ্রেণি কক্ষের অভাবসহ নানা কারণে সেই উদ্যোগ ফলপ্রসূ হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অসহায় ৬০ পরিবারের মাঝে মাসিক ১ হাজার টাকা চিকিৎসা ভাতা প্রদান
পরবর্তী নিবন্ধসংরক্ষিত বনভূমি থেকে বালি উত্তোলন