মারধর করে ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে এক ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নুরুল হোসেন। তিনি পশ্চিম সারোয়াতলী আবুল কালাম কন্ট্রাক্টর বাড়ির রেজাউল ইসলামের ছেলে।

নুরুল হোসেন বলেন, দাশের দিঘির পাড়ে আমার নূর টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাত ১০টার দিকে সারোয়াতলী কঞ্জুরী গ্রামের কানুর দিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে মাটিতে পড়ে ডান পায়ে আঘাত পাই। এ সময় অটোরিকশা থেকে ৫৬ জন মুখোশধারী লোক বের হয়ে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। তারা আমার সাথে থাকা একটি অ্যান্ড্রয়েড সেটসহ ৪টি মোবাইল ফোন এবং ব্যবসার প্রায় ২ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছি।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদার বাসায় বালুর ট্রাক : ১১ বছর পর হাসিনাসহ ১১৩ জনের নামে মামলা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যটক