খ্যাতনামা ফিলিস্তিনি বন্দি মারওয়ান বারঘুতির ছেলে বলেছে, গত মাসে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় ইসরায়েলি কারারক্ষীরা তার বাবাকে মারধর করেছে। ইসরায়েলের কারা কর্তৃপক্ষ তার এ অভিযোগ অস্বীকার করেছে বলে প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে ডন। খবর বিডিনিউজের।
যতক্ষণ না অচেতন হয়ে পড়েন, ততক্ষণ আট রক্ষী তাকে মারতে থাকে, গত ১৪ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন আরব বারঘুতি। তিনি জানান, তার বাবার সঙ্গে থাকা ৫ কয়েদি বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হওয়ার পর তিনি এ মারধরের ঘটনা সম্বন্ধে জানতে পারেন। ইসরায়েলিদের ওপর হামলার অভিযোগে ২০০২ সাল থেকে একাধিক যাবজ্জীবন দণ্ড ভোগ করে যাওয়া মারওয়ানের বয়স এরই মধ্যে ৬০ এর ঘরে পৌঁছে গেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ফাতাহ–র এই ঊর্ধ্বতন নেতাকে সমর্থকরা প্রায়ই ‘ফিলিস্তিনি ম্যান্ডেলা’ বলে ডাকেন।