মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু

রাউজান প্রতিনিধি | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল আলভি ()। রাউজান থেকে মায়ের সাথে বেড়াতে গিয়েছিল ফটিকছড়ির আত্মীয়ের একটি অনুষ্ঠানে। সেখানে পানিতে ডুবে মারা যায় আলভী। সে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মো. তসলিম উদ্দিনের ছেলে। নিহত আলভির স্বজনরা জানান, আলভীকে নিয়ে ফটিকছড়ি এক দাওয়াতে গিয়েছিলেন মা শরীফা আকতার। গতকাল রবিবার সকাল থেকে যখন অনুষ্ঠানে সবাই ব্যস্ত তখনও আলভি উঠানে খেলছিল। কিন্তু কিছুক্ষণ পর তাকে না দেখে সকলেই খোঁজাখাজিতে ব্যস্ত হয়ে উঠে। দুপুরে অনুষ্ঠানের কাছে একটি পুকুরে আলভির লাশ পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গতকাল বিকালে আলভীর মরদেহ রাউজানের বাবার বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে উঠে।

পূর্ববর্তী নিবন্ধরামগড় স্থল বন্দরে দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধগাজায় নতুন সকাল, স্বস্তি