মায়ের সঙ্গে তর্ক, থামাতে গিয়ে ছেলেকে খুন করল বাবা

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি তার ছেলেকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফারাজ আলীর মৃত্যু হয় বলে বগুড়া শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান। নিহত ২৫ বছর বয়সী ফারাজ উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জিল্লুর জানান, বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার ছোট ভাই। এতে ফারাজ রেগে ভাইয়ের ওপর চড়াও হলে তাদের মা এগিয়ে যায়। খবর বিডিনিউজের।

এ সময় ফারাজের সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা শুরু হলে বাবা সোহরাব তাদের থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি কাঠের টুকরো দিয়ে ফারাজের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তিনি বলেন, ফারাজকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর প্রেক্ষিতে ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় মৃত্যু হয় ফারাজের। এ ঘটনায় কেউ আটক বা কোন মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন, জরিমানা
পরবর্তী নিবন্ধবিজিএমইএ প্রেসিডেন্ট নির্বাচিত হলে কাজ করবো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে