মায়ের ভূমি সাক্ষ্য দেয়

নাজিম উদ্দিন | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

সাহিত্য সৃষ্টি মন গড়া আবেগ যার,

কবির কবিতা নীরবে, পাঠক তার।

পাঠদানে পাঠক সৃষ্টি লেখিতে মন,

দৃষ্টি যায় বইয়ের ভাষা পড়ে জন।

লেখকলেখিকা যে তুলে ধরে সাহিত্য,

ভাষার প্রতি শ্রদ্ধাশীল বাণী আয়ত্ত।

ভাবের সংমিশ্রণ ঘটায় লিখনী

কবিতার ভাব প্রকাশ পাই যাদের,

সাহিত্যর বাণী প্রকাশ পাই তাদের।

সাহিত্য জগতে যে রসগুনে আবদ্ধ,

কথা মালা ভাব ধারণ সৃষ্টি যে শুদ্ধ।

কবিতা কবির মনের আবেগ রয়,

তাই বলি সাহিত্যকে সমৃদ্ধ যে করি।

কবির ভাব প্রকাশ আজীবন ধরি,

সাহিত্যের বাণী দেয় নানান কথা আশায়,

মায়ের ভূমি সাক্ষ্য দেয় একমাত্র ভাষায়।

পূর্ববর্তী নিবন্ধবিনোদন কেন্দ্র ও কনসার্ট স্বস্তিদায়ক হোক
পরবর্তী নিবন্ধমহীয়সী নারী : যাঁরা আমাদের পথনির্দেশক