বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৪ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত ‘মায়ের ভাষা শিখি, শুদ্ধভাবে লিখি’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের ত্রিশালস্থ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাহিত্যিক ও শিক্ষাবিদ মোহীত উল আলম। বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের উপ–পরিচালক কাম–কিপার মো. আতাউর রহমান, প্রবর্তক স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত, শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।