মায়ের বুকে

মির্জা মোহাম্মদ আলী | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

আমার মায়ের বুকে আমার

জন্ম যখন হয়,

তখন থেকে বুঝতে পারি

বিশ্ব হলো জয়।

প্রথম শ্বাসে মাটির গন্ধে

ভরে আমার বুক,

আঁচল ছায়ায় প্রাণের মায়ায়

বুঝতে পারি সুখ।

এমন একটি মাতৃভূমি

কোথাও নেই আর,

যেদিকে চাই দেখি আমি

আলোর সমাহার।

পূর্ববর্তী নিবন্ধমায়ের মমতাময়ী ভালোবাসা
পরবর্তী নিবন্ধছায়াতল