বাঁশখালীর সরল ইউনিয়নের পাহাড়ি জঙ্গল পাইরাং এলাকায় একটি বন্যহাতির শাবক লোকালয়ে ঘোরাফেরা করছে। এ হাতি শাবকটিকে দেখার জন্য স্থানীয় জনগণ ও শিশুদের ভিড় লেগে আছে। শাবকটি অসুস্থ হওয়ায় বনবিভাগের সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুপন নন্দীর নেতৃত্বে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে।
জানা যায়, সরল ইউনিয়নের পাহাড়ি জঙ্গল পাইরাং এলাকায় ১৫/২০দিন বয়সী একটি শাবক পাহাড়ের পাদদেশে নরম কাদামাটিতে আটকে যায় ১৬ অক্টোবর। খবর পেয়ে বাঁশখালী জলদী অভয়ারণ্যের রেঞ্জের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে পাহাড়ি এলাকায় শাবকটি রেখে আসা হয়। মাকে না পেয়ে ১৭ অক্টোবর শাবকটি আবারো লোকালয়ে নেমে আসে। এর পর থেকে বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা শাবকটিকে পাহাড়ি এলাকায় মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বাঁশখালী জলদী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতি শাবকটি কাদা মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েছে। প্রাকৃতিক ভাবে যদি মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায় তাহলে ভাল হয়, না হয় বিকল্প ভাবে হাতি শাবককে বাঁচিয়ে রাখার চিন্তা করা হবে বলে তিনি জানান।