শুভ্র মেঘের ভেলায় চড়ে
এলো শরৎ রানী,
আকাশপাড়ে শুনতে কি পাও মায়ের আগমনী।
চৌদিকে সেই মধুর সুর
হচ্ছে প্রতিধ্বনি।
আনন্দে তাই ভরে উঠে
সবার হৃদয় খানি।
কাশের বনে লাগলো দোলা হাল্কা ঝিরঝির বৃষ্টি
আসবে কখন উমা ধরায় আকুল সবার দৃষ্টি।
উঠোনে ঝরে পড়া শিউলিদের গন্ধ আসে মিষ্টি,
উমা এলেই ধরণী হবে
ধন্য, পূর্ণ হবে সৃষ্টি।
কুমোরটুলির কুমোরেরা
ব্যস্ত এই সময়ে,
মায়ের মূর্তি গড়ে তারা
শুদ্ধ মন প্রাণ দিয়ে।
খোকা খুকু যায় ছুটে যায় পাশের কুমোরপাড়ায়,
মূর্তি গড়া দেখে দেখে
তাদের সময় গড়ায় ।
ঘাসের উপর শিশির কণা ঝিলিক দিয়ে যায়
কাশের বনে শরৎ রানী
শুভ্র হাসি ছড়ায়।
ঢাকের তালে পাড়া জুড়ে
আজ গল্প আর হৈচৈ
মা আসবে তাই তো পাড়ায় পাড়ায় আনন্দের ঢেউ।