ভালোলাগা, ভালোবাসা, প্রেম, মায়া, মোহ এক নয়। সূক্ষ্মভাবে খেয়াল করলেই পার্থক্যটা বোঝা যায়। প্রেমের সাথে মোহ জড়ানো। মোহ থেকে লোভের সৃষ্টি। পেয়ে গেলে লোভ চলে যায় তাই মোহ কেটে যায়। মোহ না থাকলে প্রেমেও আর টান থাকে না। ভাটা পড়ে আবেগে। আবেগহীন প্রেম ধীরে ধীরে মরে যায়। আবার আবেগের কারণে নতুন প্রেম জন্ম নিতে পারে যেকোন সময়ে যেকোনো কিছুর জন্যই। ভালোবাসা প্রেমের মতো ক্ষণস্থায়ী নয়। ভালোলাগা থেকে ভালোবাসার সৃষ্টি। আর ভালোবাসা থেকে ক্রমশ মায়ার সৃষ্টি হয়। মায়া যেকোনো সম্পর্ককে সুদৃঢ় করে। মধুর বন্ধনে জড়িয়ে রাখে। তাই সেই মায়া থেকে মানুষ বেরোতে পারে না আজীবন। এই মায়া মানুষের জন্য, দেশের জন্য, পৃথিবী ও প্রকৃতির জন্য, বন্ধু–বান্ধব, আত্মীয়–স্বজন, পরিবার সবকিছুর জন্য হতে পারে। আবার নাও হতে পারে। একবার মায়া জন্মে গেলে কিছুর জন্য তা ছিন্ন হয় না সহজে। তাই মানুষ চলে গেলেও মায়া পড়ে থাকে তাকে ঘিরে। তাই মৃত্যুর পরেও প্রিয়জনদের ভুলে থাকা যায় না কখনো। দেশ ত্যাগ করে দীর্ঘদিন প্রবাসী হয়েও দেশের জন্য ভালোবাসা কমে না কারণ জন্মভূমির সাথে মানুষের আজন্ম মায়ার বন্ধন। যারা মায়ার বাঁধন ছিন্ন করতে পারে তারা কঠিন হৃদয়ের মানুষ এবং অতি বাস্তববাদী বলে মনে হয় আমার। এদের নিষ্ঠুর এবং ভোগবাদী বলেও মনে করি আমি। এই পৃথিবীতে মায়ার বন্ধনই মানুষ মানুষের জন্য ভাবতে শেখায়, সহযোগিতার হাত বাড়িয়ে দয়ালু হতে শেখায়, দায়িত্ব পালন করতে শেখায়, সহমর্মিতা শেখায়। চলুন মায়া ছড়িয়ে দিই পৃথিবীর কোণে কোণে আর সৌহার্দ্য ও সমপ্রীতিতে ভালোবেসে বাঁচি স্বল্পায়ুর জীবনে।