আনোয়ারা উপজেলা পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইনে হরি মন্দিরের ১৬তম মহোৎসব উপলক্ষে আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সমপ্রতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি গৌতম গুহ বাচ্চু। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা গীতা শিক্ষা কমিটির সভাপতি কল্লোল সেন।
বিশেষ অতিথি ছিলেন লায়ন অজিত নাথ, মহোৎসব উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা সন্তোষ কুমার নন্দী, অনিল আইচ, উজ্জ্বল দাশ, উত্তম কুমার গুহ দেবু, বাসুদেব আইন, সন্তোষ গুহ, মিল্টন নন্দী, কাঞ্চন আইন, যীশু দাশ, রিংকেল গুহ, বাসু নন্দী, নেপাল আইচ, নিউটন নন্দী, রাসেল নন্দী, রাজীব নন্দী, প্রণব আইচ, বাবলু মল্লিক, পিকলু মল্লিক, চন্দন আইচ, অলক গুহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্থানীয়দের মাঝে শীতবস্ত্র ও গীতা স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।