দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–নগর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম আল মামুন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন এমবিএ। পেশা উল্লেখ করেছেন শিপ ব্রেকিং, হোটেল অ্যান্ড রিসোর্টস ও ট্রেডিং।
তিনি হলফনামায় ব্যাংক ঋণ দেখিয়েছেন ২ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৯৬০ টাকা এবং অন্যান্য ঋণ দেখিয়েছেন ৭ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৩৪৫ টাকা।
মামুন ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৩৪৫ টাকা। চাকরি থেকে আয় দেখিয়েছেন ৫ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া অন্যান্য আয় দেখিয়েছেন ১৬ লাখ ৫ হাজার ৮০ টাকা।
হলফনামায় তিনি উল্লেখ করেন, নিজের নামে নগদ টাকা আছে ১ কোটি ১৭ লাখ ৪ হাজার ১৭৭ টাকা, স্ত্রীর নামে আছে ৭৯ লাখ ৬২ হাজার ৩১৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা আছে ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ৩৫ টাকা, স্ত্রীর নামে রয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৫৯৭ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র, স্টক এঙচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার নিজ নামে ১ কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা, স্ত্রীর নামে ২ লাখ ৯৫ হাজার টাকা; বাস, ট্রাক, মটরগাড়ি ও মোটরসাইকেলের মূল্য নিজ নামে দেখিয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা, স্ত্রীর নামে ৯৯ লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণ ও অন্যান্য ধাতুর মূল্য নিজ নামে ১০ হাজার টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ১ লাখ ২৫ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী নিজ নামে ১৪ হাজার টাকা, স্ত্রীর নামে ৬০ হাজার টাকা।
স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে কৃষি জমির মূল্য দেখিয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার টাকা, অকৃষি জমি নিজ নামে ৭৯ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা এবং স্ত্রীর নামে আছে ১ কোটি ১০ লাখ টাকা। নিজ নামে দালানের মূল্য দেখিয়েছেন ৩ কোটি ২৯ লাখ টাকা, নিজ নামে বাড়ি/অ্যাপার্টমেন্টের মূল্য দেখিয়েছেন ৬২ লাখ ৪৩ হাজার ৯১৩ টাকা। এছাড়া নিজ নামে অন্যান্য স্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ২২ কোটি ৫৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।