প্রিমিয়ার লিগে দশম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আবাহনী লিমিটেড। ১-১ ড্র হয়েছিল দুই দলের প্রথম পর্বের ম্যাচটি। আবাহনীর পক্ষে সানডে চিজোবা ও মামুনুল ইসলাম গোল দেন। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। শুরুতেই আবাহনীকে চমকে দিতে বসেছিল চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় মিনিটে কর্নার বিপদমুক্ত করার পর নাসিরুল ইসলামের ক্রসে ছয় গজ বক্সের ঠিক সামনে থেকে নিক্সন গুইলের্মের ভলি বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে। আবাহনী গোল পায় ৩৪তম মিনিটে। রাফায়েল অগাস্তোর ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে দেন চিজোবা(১-০)। ৫২তম মিনিটে মানিক মোল্লার বল ক্লিয়ার করার চেষ্টায় মামুনুলের পায়ে লাগার পর বঙে পেয়ে যান চিজোবা। তার ফিরতি পাস পেয়ে ডি-বঙের একটু উপর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মামুনুল (২-০)। ৬২তম মিনিটে চিনেডু ম্যাথিউয়ের আড়াআড়ি ক্রসে গুইলের্মের হেড শহীদুল আলম সোহেলের হাত ফসকে বেরিয়ে যেতে বসেছিল। দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসবন্দী করেন এই গোলরক্ষক। দশ মিনিট পর গুইলের্মেকে তুলে মান্নাফ রাব্বীকে নামান চট্টগ্রাম আবাহনী কোচ। ৮৬তম মিনিটে রাব্বীর থ্রু বল এক ডিফেন্ডারের গায়ে লেগে বক্সে পেয়ে যান মোনায়েম খান রাজু। এই মিডফিল্ডারের শট বাইরে গেলে গোলের দেখা আর পায়নি চট্টগ্রাম আবাহনী। আন্তর্জাতিক বিরতির পর ফের শুরু হওয়া লিগে প্রথম জয় পেল আবাহনী। অন্যদিকে টানা তিন জয়ের পর হারল বন্দরনগরী চট্টগ্রামের দলটি।