ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন যুবলীগ নেতাসহ তিনজন। নারায়ণগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে গতকাল মঙ্গলবার দুপুরে তারা এই সাক্ষ্য দেন বলে পিপি মো. রকিব উদ্দিন আহমেদ জানান। তারা হলেন সোনারগাঁর রয়েল রিসোর্টের নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন, রিসোর্টের কর্মকর্তা মাহবুবুর রহমান ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। খবর বিডিনিউজের।
গত বছর ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় ছাত্রলীগ–যুবলীগসহ লোকজন। পরে পুলিশ গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজতকর্মী ও মাদ্রাসাছাত্ররা রিসোর্টে হামলা চালায়। তারা ভাঙচুর চালিয়ে মামুনুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।