মামুনুলসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

মাদ্রাসার টাকা আত্মসাৎ

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে ঢাকার ভাটারার ‘আল মাদ্রাসাতু মুঈনুল ইসলাম’ মাদ্রাসা কর্তৃপক্ষ। ছাত্র-শিক্ষকদের খাবার হিসেবে চাল, ডাল এবং ভবন নির্মাণে রড-সিমেন্টসহ মাদ্রাসার বিভিন্ন খরচ দেখিয়ে ওই অর্থ আত্মসাতের পাশাপাশি চাঁদাবাজি এবং মাদ্রাসায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ হয়েছে মামলায়। মাদ্রাসার পক্ষে মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া পিবিআইকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতে বাদীর আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মোশের্দুজ্জামান ও আতিকুল ইসলাম জোয়ারদার। খবর বিডিনিউজের।
আদালতের সমন জারীকারক মো. মুহিত বলেন, মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৮৪/ ৩৮৫/৪৪৭/৪৪৮/৪০৩ ধারায় অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামুনুল হক ছাড়া অপর আসামিরা হলেন- মাওলানা আতাউল্লাহ, মাহফুজুল হক, মুফতি সেলিম উল্লাহ, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি মামুনুর রশিদ, মাওলানা হানজালা, হানজালা বিন জোবায়ের, হাজি জসীম উদ্দিন ঢালি, হাজি আফতাব উদ্দিন, মামুন ঢালি, ফারুক হোসেন, মাওলানা ফখরুল ইসলাম, ফজলুর রহমান, ফেরদৌস ঢালি, হাফিজুর রহমান সুমন, আল আমিন, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা বিন ইয়ামিন। এছাড়া মো. ওসমান, হাফিজুর রহমান, সুলাইমান, মাওলানা তালহা, মাওলানা গোলাম মুকতাদির, মাওয়লা মুঈনুদ্দিন, মাওলানা নুর আলম, মাওলানা আলী, মাওলানা ইউসুফ, মাওলানা ফয়সাল, মাওলানা তারেক, বায়েজিদ, মো. হুমাইন আহামদ, মো. ইয়াসিন, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মো. আবু সায়েম, মাওলানা আব্দুর আজিজ, মাওলানা মো. আলী, মুফতি জসীম উদ্দিন, মাওলানা জাকির হোসেন, মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা আনিসুর রহমানের নাম রয়েছে মামলার আসামির তালিকায়।

পূর্ববর্তী নিবন্ধদেশে আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে
পরবর্তী নিবন্ধঅস্ত্রধারী সেই যুবক গ্রেপ্তার