মামলা হামলা উপেক্ষা করে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে

এনায়েত বাজার ওয়ার্ডে মতবিনিময় সভায় শাহাদাত

| শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৯ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রকে বিতাড়িত করে সরকার দেশে একদলীয় শাসন প্রবর্তনের সকল ব্যবস্থা পাকাপোক্ত করেছে। গত ১৪ বছর সরকারের নিপীড়ন-নির্যাতনে হাজার হাজার নেতাকর্মীরা মামলা, গুম-খুন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। তারপরেও বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রেখেছে। আগামী চসিক নির্বাচন চট্টগ্রামবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের দলের সকল নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। মামলা হামলা উপেক্ষা করে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তিনি গতকাল শুক্রবার নগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড করোনা সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, মো. আলী মিঠু, সালাউদ্দিন লাতু, জাকির হোসেন, কাউন্সিলর প্রার্থী আবদুল মালেক, আলমগীর আলী, মো. সেলিম, আলী মুর্তোজা খান, জিয়াউর রহমান জিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আরজুন নাহার মান্না, এনায়েত উল্লাহ, মাহাবুব আলম রানা, মো. সাফি সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুধু সাধারণ সম্পাদক পদে সমমনা সংসদের প্রার্থী ঘোষণা
পরবর্তী নিবন্ধমৌলবাদী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত করছে