মামলা বাণিজ্য ও চাঁদাবাজদের তালিকা করে ধরিয়ে দিন

রাঙ্গুনিয়ায় জনসভায় হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, নতুন যোগ দেয়া বিএনপির লেবাসধারীরা খুব সুন্দর মামলা বাণিজ্য করে যাচ্ছে। মামলায় নাম জড়িয়ে নাম কেটে দেবে বলে টাকা আদায় করছে। তাদের আমি তো ক্ষমা করবো না, সাধারণ মানুষ যদি তাদের খুঁজে পায়পরিণতি খুব খারাপ হবে। অনেকে আবার রাস্তায় বাসট্রাক থেকে টাকা আদায়ের ব্যবসাও করছে। আপনাদের কাছে অনুরোধযারা এই চাঁদাবাজি করছে, তাদের তালিকা করে ধরিয়ে দিন। আমি পুলিশের উপর বিশ্বাস করি না, বিশ্বাস করি জনগণকে। বাংলাদেশে চাঁদাবাজি জনগণই বন্ধ করতে পারবে।

গতকাল রোববার বিকালে ইসলামপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইসলামপুর ইউপি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে বলছেন ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু ১৬ বছর ধরে আমরা আন্দোলন করছি। এই ১৬ বছর ধরে প্রতিদিন আমাদের কেউ না কেউ মারা গেছেন। আমাদের নেতাকর্মীরা প্রতিদিন আঘাত পেয়েছেন, মামলার স্বীকার হয়েছেন, ঘরছাড়া হয়েছেন। বাংলাদেশকে ভালবেসেই তারা এই কাজটি করেছেন। জুলাই আন্দোলনে মো. ফারুক নামে একজন সাধারণ কাঠের ব্যবসায়ী শহীদ হয়েছেন। সে রাজনীতি করতো না, তবে দেশপ্রেমিক ছিলেন। সাধারণ মানুষ আমাদের থেকেও বেশি সাহস দেখিয়েছেন, তাদের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। যারা নতুন রাজনীতিতে এসেছেন, তাদের জায়গা করে দিচ্ছি। তাদের বলছিএই জনগণ আপনাদের সাথে ছিলো বলে ৩৬ দিনের আন্দোলনে সফল হয়েছেন। এই জনগণের মাঝে আমাদের দলীয় নেতাকর্মীরাও ছিলো। যদি আমরা ওপেন হতাম, তবে শেখ হাসিনা এটাকে বিএনপির আন্দোলন বলতো।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ মিয়া চৌধুরী। যুবদল নেতা মো. রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, এবিএম সাইফুদ্দিন তালুকদার, কামাল উদ্দিন মেম্বার, শাহেদ কামাল তালুকদার, ইউসুফ কামাল, রেজাউল করিম সওদাগর, সিরাজুল ইসলাম তালুকদার, নেছারুল ইসলাম পেয়ারু, ভিপি আনছুর উদ্দিন, পারভেজ মোশাররফ, ইমরুল হাসান চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জেএসইউএসের ইম্প্যাক্ট গ্রুপের সভা
পরবর্তী নিবন্ধকিডনি রোগ এবং এর চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে