মামলা প্রত্যাহার দাবিতে সনাতন জাগরণ মঞ্চের বিক্ষোভ

আজ ৬৪ জেলায় সমাবেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর গেরুয়া পতাকা লাগানোর ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন জাগরণ মঞ্চ। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটার দিকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সোমবারের মধ্যে প্রত্যাহার না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় হিন্দু নেতারা। সমাবেশে আজ শুক্রবার বিকেলে ৬৪ জেলায় সমাবেশ এবং আগামী রোববার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশস্থলে ‘জেগেছেরে জেগেছে সনাতনীরা জেগেছে’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এসময় সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অনেকে বলছে হিন্দুরা প্রতিবেশি দেশ ইন্ডিয়াআমেরিকার দালালি করছে। কিন্তু বাস্তবে ক্ষমতায় আসার জন্য অনেক রাজনৈতিক দল ইন্ডিয়া, আমেরিকা ঘুরে এসেছে সমর্থনের জন্য। রাষ্ট্রদ্রোহের মামলা রাষ্ট্রপ্রধান দেবেন। কিন্তু মামলার বাদী এই ফিরোজ খান কে।

বক্তারা আরও বলেন, সেইদিন সমাবেশে পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কী বলেছেন, তা সারা বাংলাদেশের মানুষ জানে। তিনি মহাসমাবেশ চলাকালীন সভাস্থলেই ছিলেন। তাহলে কেন এই গেরুয়া পতাকাকে কেন্দ্র করে মামলা দেওয়া হলো! আগামী সোমবারের মধ্যে মামলা তুলে নেওয়া না হলে এবং এই মামলা নিয়ে জলঘোলা কেউ করতে চাইলে, আমরা ওইদিন কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। আর আমাদের দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে চট্টগ্রামের সিটি গেট বন্ধ করে দেওয়া হবে। জানা যায়, নগরের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বুধবার সন্ধ্যায় দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং চট্টগ্রামের সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনের বিরুদ্ধে বুধবার রাতে মামলা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির অনুমোদন
পরবর্তী নিবন্ধছাত্র-জনতা হত্যার বিচার ছাড়া দেশ কলঙ্কমুক্ত হবে না